বুধবার, আগস্ট ২০, ২০২৫
প্রচ্ছদ্ধশিক্ষা৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

spot_img
spot_img

দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩১ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানান, আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচন হবে। এছাড়া, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জাকসুর পূর্বের গঠনতন্ত্র বাতিল করে নতুন গঠনতন্ত্রের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) প্রতিষ্ঠিত হয়। ওই বছরই প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কার ইস্যুতে ছাত্র-শিক্ষক সংঘর্ষের ঘটনায় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত