রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকহোয়াইট হাউস, কমালার বাসভবন ও ক্যাপিটল হিলে কঠোর নিরাপত্তা বেষ্টনী

হোয়াইট হাউস, কমালার বাসভবন ও ক্যাপিটল হিলে কঠোর নিরাপত্তা বেষ্টনী

spot_img
spot_img

নির্বাচনে হেরে গেলে আগের মতোই ডোনাল্ড ট্রাম্প ফলাফল মানতে অস্বীকৃতি জানাতে পারেন। দেখা দিতে পারে বিশৃঙ্খলা। এ কারণে হোয়াইট হাউস, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের বাসভবন ও যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল র চারপাশে নতুন করে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। স্থানীয় সময় রবিবার এই এই  নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, সিক্রেট সার্ভিস হোয়াইট হাউস ও অর্থ মন্ত্রণালয় চত্বরের চারপাশে লাফায়েতি স্কয়ার সংলগ্ন এলাকা, নেভাল অবজার্ভেটরি এবং ওয়াশিংটন ডিসিতে কমালা হ্যারিসের বাসভবনের চারপাশে আট ফুট উঁচু ধাতব বেড়া নির্মাণ করেছে। ক্যাপিটল হিলের চারপাশে অস্থায়ী ব্যারিকেড দেওয়া হয়েছে। তার চারপাশে ‘পুলিশ লাইন: অতিক্রম করবেন না’ লেখা সাইন দেখা গেছে।

ওয়াশিংটন পোস্টের খবরে আরও বলা হয়, নির্বাচনের রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি কনভেনশন সেন্টার থেকে ফল পর্যবেক্ষণ করবেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার চারপাশেও নিরাপত্তা রক্ষীদের শারীরিক উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সড়ক বন্ধ, পার্কিং বন্ধ ঘোষণা করেছে মেট্রোপলিটন পুলিশ।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা থেকে এই নির্দেশ কার্যকর হওয়ার কথা। ওই এলাকায় হাওয়ার্ড ইউনিভার্সিটিতে নির্বাচনী রাত পর্যবেক্ষণ করবেন কমালা হ্যারিস।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে নিরাপত্তা রক্ষায় কাজ করছে সিক্রেট সার্ভিস। নির্বাচনের দিন নিরাপত্তার লেভেল নিশ্চিত করার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো সুনির্দিষ্ট ইস্যুতে এসব ব্যবস্থা নেয়া হয়নি। নির্বাচনের দিনটি যাতে জনগণ নিরাপদ থাকেন সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক পাঠিত