সোমবার, মার্চ ২৪, ২০২৫
প্রচ্ছদ্ধরাজনীতিহাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের ওপর বিএনপির হামলা, প্রতিবাদে সড়কে বসে বিক্ষোভ

হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের ওপর বিএনপির হামলা, প্রতিবাদে সড়কে বসে বিক্ষোভ

spot_img
spot_img

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বিএনপি হামলা চালিয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ হামলা হয়।

আব্দুল হান্নান মাসুদের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায় বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়েছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা ৫০ জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।’

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান মাসুদ সোমবার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় তিনি জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা দেয় এবং হামলা চালায়। পরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়কেই অবস্থান নেন তিনি।

হামলার বিষয়ে তিনি বলেন, ‘আমার পথসভায় বিএনপির একদল নব্য ফ্যাসিস্ট হামলা চালিয়েছে। প্রতিবাদে আমি ছাত্র-জনতাকে নিয়ে সড়কে অবস্থান নিয়েছি। হামলাকারীরা বাজারের দোকানপাট বন্ধ করে ফের আক্রমণের পরিকল্পনা করছে। আমি চাই কোনো অপরাধীর ঠাঁই এই দ্বীপে না হোক, সে যে দলেরই হোক না কেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতেই হবে।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক খোকন। তিনি বলেন, ‘কিসের হামলা, এমন কোনো ঘটনা আমার জানা নেই। বর্তমানে আব্দুল হান্নান মাসউদ যাদের নিয়ে ঘুরছেন, তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসর। তাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে। এ ছাড়া তার কোনো দলের লোকজন নেই, কিন্তু তিনি আওয়ামী লীগের ওপর ভর করে কর্মসূচি পালন করছেন।’

এ বিষয়ে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। জাহাজমারায় কৃষক দলের আহ্বায়কের ওপর হামলার অভিযোগ এসেছে। বিএনপির প্রতিবাদ মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত হতে পারে। তবে আমি ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত