মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশসাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার

spot_img
spot_img

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, তিনি পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত