ভারতের উত্তরাঞ্চলীয় অমৃতসরের স্বর্ণ মন্দিরে গুলি চালানো হয়েছে। এ সময় অল্পের জন্য বন্দুকধারীর গুলি থেকে প্রাণে বেঁচে গেছেন পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।
বুধবার (৪ ডিসেম্বর) এমন ঘটনার পর নারায়ণ সিং চৌরা নামের বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ সম্প্রদায়ের জন্য একটি বিশেষ পবিত্র স্থান। ১৯৮০ এর দশকে ভারত সরকারের অভিযানের সময় শত শত লোক সেখানে প্রাণ হারান।
পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং শিরোমণি অকালি দলের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব বাদল ঘটনার সময় হুইল চেয়ারে বসে ছিলেন। গুলিটি তার কাছের একটি দেয়ালে বিদ্ধ হলে তিনি প্রাণে বেঁচে যান।
ভিডিওতে দেখা গেছে, বাদল মন্দিরে ‘সেবাদার’ এর দায়িত্ব পালন করছিলেন। বন্দুকধারী নারায়ণ সিং চৌরা মন্দিরের প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছেন। বাদলকে গুলি করার আগে বিচক্ষণতার সঙ্গে আগ্নেয়াস্ত্র বের করছেন। পরে গুলি চললে সাদা পোশাকে পুলিশ কর্মকর্তাসহ অন্যরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলে।
অমৃতসরের পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার বন্দুকধারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের সতর্কতা ও পুলিশ মোতায়েনের কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।