বিএনপির ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনী বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) ইসি সচিব শফিউল আজিমের সইয়ে এ সংক্রান্ত সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে।
নির্বাচনি ট্রাইব্যুানালের রায়ের পর আইন মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে শাহাদাতের এ গেজেট প্রজ্ঞাপন করা হয়েছে বলে জানান ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব আতিয়ার রহমান।
তিনি বলেন, ‘এখন স্থানীয় সরকার বিভাগে গেজেট পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ সরকার নেবে।’
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সাড়ে তিন বছর পর গত ১ অক্টোবর এক রায়ে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছে চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনাল। চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন এই রায় দেন।
ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলাটি করেছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।