মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার ৬ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া, শিশুটির পরিবারের দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ জারি করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। শনিবার (৮ মার্চ) সকালে শিশুটির মা এ ঘটনায় মামলা দায়ের করেন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের জন্য ৫ সদস্যের আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। দলটির আইন সম্পাদক এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করা হয়।
