রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
প্রচ্ছদ্ধসংবাদববি শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক আটক 

ববি শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক আটক 

spot_img
spot_img

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক চালকের নাম মো. জামিল হোসন (২৫)। তিনি ওই এলাকার হায়দার হাওলাদারের ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রথমে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সেখানে না পেয়ে পটুযাখালীর মরিচবুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। যেহেতু ঘটনাটি বন্দর থানাধীন মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রক্রিয়া চলছে। চালককে আটক করায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছে।

গত ৩০ অক্টোবর রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফওজিয়া মিম নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -spot_img

সর্বাধিক পাঠিত