মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশপিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত বেড়ে ৬

পিকআপে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত বেড়ে ৬

spot_img
spot_img

ফেনী সদর উপজেলায় শ্রমিক বোঝাই পিকআপভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ভোলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), মাকসুদ প্রকাশ সাদ্দাম (২১), আনার উদ্দিনের ছেলে মারুফ, নূর হোসেনের ছেলে মনির হোসেন ওরফে যোবায়ের, হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি হারুনুর রশিদ জানান, প্রতিদিনের মতো কাজ শেষে ১৮ জন নির্মাণ শ্রমিক পিকআপভ্যানে চড়ে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসছিলেন। পথিমধ্যে ফেনীর হাফিজিয়া এলাকায় পিকআপটির চাকা পাঞ্চার হলে এটি দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ৫ জন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাকি আহতরা ফেনী হাসপাতালে চিকিৎসাধীন।

পিকআপভ্যানে থাকা আহত যাত্রী ও ভোলার মনপুরার মো. সোহাগ বলেন, “চট্টগ্রামে ঢালাইয়ের কাজ শেষ করে আমরা ১৮ জন নির্মাণ শ্রমিক ফেনীর দিকে আসছিলাম। পথে দুর্ঘটনায় ৫ জন ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা আহত হন। আমি মাথায় ও পায়ে আঘাত পেয়েছি এবং ফেনী হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।”

ওসি হারুনুর রশিদ আরও জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়া হবে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত