রাজধানীর ধানমন্ডিতে র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র পরিচয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল স্বর্ণ ব্যবসায়ী এম এ হান্নান আজাদের বাসায় হানা দেয়। ডাকাতদের আটকের চেষ্টাকালে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তিনি জানান, “২৬ মার্চ ভোরে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ২০-২৫ জনের একটি দল সেখানে গিয়ে নিজেদের র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্র পরিচয়ে পরিচয় দেয়। এর মধ্যে প্রায় ১০ জন র্যাবের পোশাক পরেছিল।”
“বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তখন পাশের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের সহায়তায় ঘটনাস্থল থেকেই চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় দুজন আহত হন,” যোগ করেন তারিকুজ্জামান।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- গাইবান্ধার সাদুল্লাপু্রের ফরহাদ বীন মোশারফ (৩৩), লক্ষ্মীপুরের ইয়াছিন হাসান (২২), নরসিংদীর মোবাশ্বের আহাম্মেদ (২৩) ও নারায়ণগঞ্জ আড়াইহাজারের ওয়াকিল মাহমুদ (২৬)। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ ঘটনায় জুয়েলারি ব্যবসায়ী এম এ হান্নান আজাদ ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে গ্রেপ্তার হওয়া চারজনসহ পলাতক ডাকাতদের আসামি করা হয়েছে।
তারিকুজ্জামান আরও জানান, ডাকাতরা বাসা থেকে এক থেকে দেড় লাখ টাকা এবং মালিকের স্ত্রীর কিছু স্বর্ণালঙ্কার লুট করেছে। তবে ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় থাকা একটি অফিস থেকে তারা প্রায় ২০-২৫ লাখ টাকা নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পলাতক কয়েকজন ডাকাতকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
