বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধবিনোদনতরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

spot_img
spot_img

তরুণ অভিনেতা শাহবাজ সানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

অপূর্ব তাঁর পোস্টে লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’ তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কোনো তথ্য জানাননি।

নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। স্বল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতায় দর্শকদের ভালোবাসা অর্জন করেন এবং নির্মাতাদের আস্থাভাজন হয়ে ওঠেন।

যদিও তিনি চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, তবু বিভিন্ন নাটকে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে দেখা যায় তাঁকে।

নাটকটি প্রচারের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পান এই প্রতিভাবান অভিনেতা।

এ ছাড়া তাঁর অভিনীত অন্যান্য জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’ ও ‘মহব্বত’ ইত্যাদি।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত