চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আব্দুর সবুর এর কারখানা থেকে এক ট্রাক ভর্তি তামাক পাতা উদ্ধার করে আর্মিকে সপর্দ করেন এলাকাবাসী।
শনিবার (১২ অক্টোবর) রাতে নগরীর গ্রিণ ভিউ এলাকায় তার একটি কারখানা থেকে তামাক পাতা গুলো উদ্ধার করে আর্মিকে দেন এলাকাবাসী। পরবর্তীতে আর্মি আটককৃত মালামাল পাহাড়তলী পুলিশের কাছে সৌপর্দ করেন।
এ বিষয়ে জানতে চাইলে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বাংলা আপডেট কে জানান, কর্তমানে তামাক পাতা গুলো থানায় জব্দ করে রাখা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত করছি।
প্রাথমিক তদন্তে এই গুলা সাবেক প্যানেল মেয়র আব্দুর সবুর লিটনের বলে জানা যায়। এলাকাবাসী মালামাল গুলো আটক করে আর্মিকে দিলে তারা পুলিশ কে যেকে মালামাল গুলো আমাদের জিম্মায় দিয়ে দেয়।
পরবর্তীতে তদন্তে আমরা আরো বিস্তারিত বলতে পারবো।
স্টাফ রিপোর্টার,
বাংলা আপডেট