বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচট্টগ্রামের বহদ্দারহাটে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের বহদ্দারহাটে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড

spot_img
spot_img

চট্টগ্রামের বহদ্দারহাট থেকে শুলকবহর পর্যন্ত মধ্যরাতে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। একই সময়ে বেশ কয়েকটি খুঁটিতে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, একাধিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

স্থানীয়দের ভাষ্যমতে, খুঁটিগুলোতে হঠাৎ আগুন দেখা গেলে তারা এক্সটিংগুইশার ব্যবহার করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দল এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, বহদ্দারহাট থেকে শুলকবহর সড়কে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত