চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভব করা গেছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের কাছাকাছি সময়ে এই ভূমিকম্পটি অনুভূত হয়।
প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের অনেক মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি সম্পর্কিত ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এর উৎসস্থল ছিল মিয়ানমারের সাগাইন জেলা থেকে ৩৪ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
