মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচট্টগ্রামে অনেকটা প্রকাশ্যে বাইকের বহর নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে অনেকটা প্রকাশ্যে বাইকের বহর নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

spot_img
spot_img

চট্টগ্রাম নগরীর চটেশ্বরী সার্সন রোডে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল দেখা গেছে। মিছিলে অংশ নেওয়া ৩০ থেকে ৪০ জন ব্যক্তি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অংশগ্রহণকারীদের কেউ কেউ মাস্ক পরা অবস্থায় ছিলেন। ভিডিওতে শোনা যায়, তারা ‘স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানিয়েছেন, ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল, এবং সেই সময় আজানের ধ্বনি শোনা যাচ্ছিল। পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি সকালে নগরীর জিইসি এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরেকটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত