সোমবার, মার্চ ২৪, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশচট্টগ্রাম সানমার ওশান সিটির ফুড কর্নারে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম সানমার ওশান সিটির ফুড কর্নারে অগ্নিকাণ্ড

spot_img
spot_img

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় অবস্থিত অভিজাত শপিংমল সানমার ওশান সিটির পঞ্চম তলায় ফুড কর্নারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে ফুড কর্নারের “মমস ইয়াম” নামক একটি রেস্টুরেন্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

দ্রুত আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে শপিংমলে আগত ক্রেতারা ছুটোছুটি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই শপিংমলের ব্যবসায়ীরা আগুন নির্বাপক (ডিস্টিংগুইশার) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত