বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদচকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

spot_img
spot_img

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি মৌখিকভাবে এই নির্দেশ দেন।

আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত একাধিক সাংবাদিক জানান, স্থানীয় সাংবাদিক মনসুর আলম মুন্না চকরিয়া থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি জানান, সংবাদ প্রকাশের কারণে তাকে আটক করে চকরিয়া থানায় নির্যাতন করা হয় এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ অভিযোগ শোনার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরবর্তীতে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ‘‘সত্য সংবাদ প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনায় কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রকাশ করেছে, যা একজন নারীর সামাজিক সমস্যা তৈরি করেছে।’’

তিনি সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, ‘‘আপনারা যেন সবসময় সত্য তথ্য প্রকাশ করেন। আমি নিজেও একসময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম, মর্নিং নিউজে কাজ করেছি।’’

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত