সোমবার, মার্চ ২৪, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকগাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল

spot_img
spot_img

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।

গত ১৮ মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাকেও প্রাণ দিতে হলো ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে।

দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বারহুমের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

রোববার (২৪ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ইসমাইল বারহুম। হামাসও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং সেখানেই ইসরায়েলি বাহিনী তাকে নিশানা করে হত্যা করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “রোববার সন্ধ্যায় গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।”

তিনি আরও বলেন, “বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী, যিনি নিহত প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।”

ইসরায়েলি এই হামলার দৃশ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি অ্যারাবি ক্যামেরায় ধারণ করেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আলজাজিরার এক সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে মিসাইল সদৃশ কিছু একটি হাসপাতালে আঘাত হানে।

হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায়, যার ফলে আরও আটজন আহত হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও হাসপাতালটি নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত