বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকগাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল

spot_img
spot_img

গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দখলদার ইসরায়েল নতুন করে হামলা চালিয়ে গত ৪৮ ঘণ্টায় প্রায় ৯৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ইসরায়েলের হামলায় জাতিসংঘের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কর্মরত এক বিদেশি জাতিসংঘ কর্মকর্তা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৭ মার্চ) পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছিল ৪৮,৫৭৭ জন। তবে বুধবার (১৯ মার্চ) দুপুর নাগাদ এই সংখ্যা বেড়ে ৪৯,৫৪৭ জনে পৌঁছেছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রকাশিত ফুটেজে দেখা গেছে, জাতিসংঘের গাড়ি ও একটি অ্যাম্বুলেন্সে তিনজনকে আহত অবস্থায় আল-আকসা হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালের ভেতরের দৃশ্যেও আহতদের চিত্র ধরা পড়ে। সেখানে দেখা গেছে, দুই ব্যক্তির পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং একজনের উভয় বাহু, পেট ও বুকে ক্ষত রয়েছে। আহতদের মধ্যে দু’জন বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন, আর একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (UNMAS)-এর টি-শার্ট।

গাজায় চলমান সংঘাতের ফলে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠছে, যা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত