গাজায় একের পর এক অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১ নভেম্বর) গাজায় চালানো ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ৮৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। ইসরায়েলের চালানো এই হামলাকে নৃশংস গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসে বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাশাব নিহত হয়েছে। তিনি গাজা উপত্যকায় বেঁচে থাকা হামাস পলিটব্যুরোর সর্বশেষ শীর্ষ কর্মকর্তা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন কাশাব। এরইমধ্যে কাশাবের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হামাস।
সংগঠনটি কাশাবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। হামাস বলছে, ইসরায়েলি হামলায় কাশাবের সঙ্গে আয়মান আয়েশ নামের আরেক হামাস সদস্যেরও প্রাণ গেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।