বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশকর্ণফুলীতে বন্য হাতি সরানোর দাবিতে চট্টগ্রামে পুনরায় বিক্ষোভ

কর্ণফুলীতে বন্য হাতি সরানোর দাবিতে চট্টগ্রামে পুনরায় বিক্ষোভ

spot_img
spot_img

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় বন্য হাতি দূর করার দাবিতে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার স্থানীয়রা আবারও রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ছয়টা থেকে কর্ণফুলী উপজেলার কেইপিজেড দৌলতপুর স্কুলের কাছে পিএবি সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীরা তীব্র দুর্ভোগে পড়েছেন। রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, খাদ্যের অভাব এবং হাতির প্রাকৃতিক আবাসস্থল নষ্ট করে শিল্প প্রতিষ্ঠান নির্মাণের কারণে হাতিরা মানুষের বসতিতে প্রবেশ করছে। এতে এলাকার বাসিন্দারা ভয়ের মধ্যে দিনযাপন করছেন। এর আগে গত শুক্রবার কর্ণফুলীতে হাতির হামলায় তিন মাসের এক শিশুর মৃত্যু হলে সেদিন ভোরে জনতা রাস্তা অবরোধ করে। সে সময় প্রশাসন চার দিনের মধ্যে বন বিভাগের মাধ্যমে এই বন্য হাতিগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও, চার দিন পেরিয়ে গেলেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ না দেখে আজ আবার কর্ণফুলী ও আনোয়ারার বাসিন্দারা রাস্তায় নেমেছেন।

এদিকে, বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত