মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশকক্সবাজারে হত্যা মামলায় এনসিপি ও এবি পার্টির নেতাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ

কক্সবাজারে হত্যা মামলায় এনসিপি ও এবি পার্টির নেতাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ

spot_img
spot_img

কক্সবাজারের খুরুশকুল কুলিয়াপাড়ার ‘আল্লাওয়ালা হ্যাচারি’তে আলী আকবর নামে এক যুবককে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতা রাইয়ান কাশেম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমসহ ছয়জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, মঙ্গলবার (৬ মে) গভীর রাতে নিহত আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে জাহাঙ্গীর কাশেম (৬০), তাঁর ছেলে রাইয়ান কাশেম (২৮), তানভীর কাশেম (৫০), হ্যাচারির ম্যানেজার আনোয়ার (৫০), মোহাম্মদ হোছাইন (২৮) এবং মো. মিজানুর রহমানকে (১৯)। এছাড়া, আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। রাইয়ান কাশেম, মিজানুর রহমান ও মোহাম্মদ হোছাইন বর্তমানে কারাগারে আছেন।

মঙ্গলবার পুলিশ হেফাজতে থাকা রাইয়ান কাশেমকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাভেদের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, সোমবার মিজানুর রহমান ও মোহাম্মদ হোছাইনকে কারাগারে পাঠানো হয়।

আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার জানান, তারা আদালতে রাইয়ানের এই হত্যাকাণ্ডে জড়িত না থাকার বিষয়ে একাধিক যুক্তি উপস্থাপন করেছেন। তবে, আদালত তাকে সন্দেহভাজন হিসেবে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আদালত কারা কর্তৃপক্ষকে রাইয়ানের সঠিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

রাইয়ান কাশেম জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে এনসিপির জেলা নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। আল্লাওয়ালা হ্যাচারি তাঁর মালিকানাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার (৪ মে) রাত ১০টার দিকে খুরুশকুলের কুলিয়াপাড়া ও মাঝির ঘাট এলাকায় ‘আল্লাওয়ালা হ্যাচারি’তে আলী আকবর (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ ওঠে। আলী আকবর কুলিয়াপাড়ার মৃত দানু মিয়ার ছেলে। তাঁর পরিবার অভিযোগ করেছে, মাছ চুরির মিথ্যা অভিযোগে তাঁকে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জমি নিয়ে পূর্ববর্তী বিরোধের বিষয়ও সামনে এসেছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত