বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধখেলাওয়ানডে থেকে মুশফিকের অবসরের ঘোষণা

ওয়ানডে থেকে মুশফিকের অবসরের ঘোষণা

spot_img
spot_img

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। তবে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন।

মুশফিক লিখেছেন, “আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।”

তিনি আরও লেখেন, “বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি, শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। গেল কয়েকদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর ধরে আমাকে সমর্থন দিয়ে গেছেন।”

মুশফিক এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি, তবে ব্যাট হাতে ভালো করতে পারেননি। বিসিবি ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মুশফিক ও মাহমুদউল্লাহর আলোচনার কথা ছিল। এরই ধারাবাহিকতায় আজ অবসরের ঘোষণা দিলেন মুশফিক।

জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের, আর ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক। দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪ ওয়ানডে ম্যাচ খেলে তিনি ৭,৭৯৫ রান করেছেন। ডানহাতি এই ব্যাটার ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত