নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির কাছে ৩৩ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) বিক্রি করে দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় মাস্ক ঘোষণা করেন, তার মালিকানাধীন কোম্পানি ‘X’ নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘xAI’-এর কাছে সম্পূর্ণ বিক্রি করে দিয়েছেন।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনেছিলেন মাস্ক। বর্তমানে এক্স-এর ৬০০ মিলিয়ন অর্থাৎ ৬০ কোটি গ্রাহক রয়েছে। অন্যদিকে, xAI-এর বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার, যেখানে এক্স-এর মূল্য ৩৩ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ওপর ১২ বিলিয়ন ডলারের ঋণ ছিল, যা বর্তমানে এক্সএআই বহন করবে। মাস্ক তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, এই চুক্তির ফলে এক্স-এর মূল্যায়ন ৩৩ বিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে।
মাস্ক আরও বলেন, “xAI এবং X-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা এবং প্রতিভার একীভূতকরণের পথে এগিয়ে গেলাম। এই সমন্বয় xAI-এর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতাকে এক্স-এর বিশাল ব্যবহারকারীর সঙ্গে যুক্ত করে অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
তাৎক্ষণিকভাবে মাস্ক এক্স-এ কোনো পরিবর্তনের ঘোষণা দেননি। তবে xAI-এর Grok চ্যাটবট ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। মাস্ক উল্লেখ করেন, এই সমনিত প্ল্যাটফর্মটি আরও বুদ্ধিমান ও কার্যকরী অভিজ্ঞতা প্রদান করবে। সম্মিলিত এই কোম্পানির বাজারমূল্য দাঁড়াবে ৮০ বিলিয়ন ডলার।
২০২২ সালে টুইটার অধিগ্রহণের পর মাস্ক একাধিক পরিবর্তন এনেছিলেন, যার ফলে কিছু বড় বিজ্ঞাপনদাতা প্ল্যাটফর্মটি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেন এবং প্ল্যাটফর্মের মূলনীতি ও নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনেন।
