চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি বাস একে অপরের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেয়েছে। এতে কমপক্ষে ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। এই দুর্ঘটনা ঘটেছে সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লোহাগাড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ছোট বাসের সামনাসামনি ধাক্কা লাগে। এরপর লোহাগাড়া ফায়ার স্টেশন থেকে একটি দল গিয়ে উদ্ধার কাজ করে।
