বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
প্রচ্ছদ্ধসংবাদইশরাক হোসেন কে ঢাকা দক্ষিনের মেয়র ঘোষনা আদালতের

ইশরাক হোসেন কে ঢাকা দক্ষিনের মেয়র ঘোষনা আদালতের

spot_img
spot_img

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল আদালত বাতিল করেছেন। পাশাপাশি, এই নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় প্রদান করেন।

আদালতের নির্দেশে নৌকা প্রতীকে নির্বাচিত ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মেয়র পদে সরকারের গেজেট বাতিল করা হয়েছে।

একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

ভোটে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ তুলে ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ও এর ফলাফল বাতিলের দাবিতে মামলা দায়ের করেছিলেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন এবং ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তउপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘আমরা অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছিলাম। একই সঙ্গে তাঁকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেছিলাম। আজ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং শেখ ফজলে নূর তাপস দক্ষিণে মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। তারা শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। শেখ হাসিনার সরকারের পতনের পর তাদের মেয়র পদ থেকে অপসারণ করা হয়।

নির্বাচনি আইন অনুসারে, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী বা তাঁর মনোনীত ব্যক্তিকে নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদন করতে হয়।

মামলা দায়েরের পর ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল তা নিষ্পত্তি করবেন। রায়ে সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধ ব্যক্তি ৩০ দিনের মধ্যে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটির নিষ্পত্তি করবেন।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত