বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫
প্রচ্ছদ্ধআন্তর্জাতিকইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলায় নিহত ১৬

ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলায় নিহত ১৬

spot_img
spot_img

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলায় অন্তত ১৬ জন হুথি সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা পাঁচ দিন ধরে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে সর্বশেষ হামলার বিস্তারিত তথ্য হুথি-সমর্থিত সংবাদ সংস্থা সাবা প্রকাশ করেনি।

এর আগে ইয়েমেনের রাজধানী সানায় চালানো এক মার্কিন হামলায় সাতজন নারী ও দুই শিশু আহত হয় বলে জানানো হয়েছে।

আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন বাহিনী আল-জাওফ প্রদেশের আল-হাজম জেলা, সাদা এবং আল-বায়াদা প্রদেশের সাওয়াদিয়া জেলায় হামলা চালিয়েছে।

গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, তিনি হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলার নির্দেশ দিয়েছেন।

শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনে বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত এবং ১০৭ জন আহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

ইয়েমেনে ক্রমাগত হামলার ফলে সেখানে মানবিক সংকট আরও গভীর হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠছে।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত