ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বাধীন রাজনৈতিক দল চট্টগ্রাম জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ আগস্ট (সোমবার) দলের কেন্দ্রীয় অফিসিয়াল মিডিয়াসেল কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে চট্টগ্রামের তরুণ সমাজকর্মী ও সংগঠক এস. এম. ইকরাম হোসাইনকে জেলা আহবায়ক এবং মোহাম্মদ তাহি হাসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও আলাউদ্দিন মোহাম্মদ তৌফিক, আব্দুল্লাহ আল মুরাদ ও মোহাম্মদ ইলিয়াসকে সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং আরও সাতজনকে যুগ্ম-আহবায়কের দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর কর্মপরিকল্পনা বিষয়ে জানতে চাইলে জেলা আহবায়ক জনাব ইকরাম হোসাইন বলেন—
“জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের গণআকাঙ্ক্ষার প্রতিফলন ও নতুন বাংলাদেশ গড়ার দায়বদ্ধতা থেকেই রাজনীতিতে আসা। কৈশোর থেকেই ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ভাই আমার অনুপ্রেরণা। উনার সেই উক্তি— ‘ভালো মানুষ রাজনীতিতে না এলে এদেশের ভবিষ্যৎ বদলাবে না, তরুণরা জাগলেই বদলাবে বাংলাদেশ’ আমাকে পথ দেখিয়েছে।”
তিনি আরও বলেন—
“গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে অরাজকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, গুপ্ত রাজনীতি ও ধর্মীয় উগ্রতা ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে। এ অবস্থায় পরিবর্তনের প্রত্যয়ে বিজেপির স্বচ্ছ ও সুস্থধারার রাজনীতির ছায়াতলে সবাইকে এগিয়ে আসতে হবে।
দলমত নির্বিশেষে সম্প্রীতির রাজনীতির উদাহরণ সৃষ্টির মাধ্যমে চট্টগ্রামের সংস্কার ও উন্নয়ন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন তরুণ এই নেতা।