আলোচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে শাওনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন ফেসবুক পোস্ট নিয়ে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।
এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শাওনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী ও স্থপতি মেহের আফরোজ শাওন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী। এই দম্পতির দুই সন্তান নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
