বুধবার, মার্চ ১২, ২০২৫
প্রচ্ছদ্ধসারাদেশঅপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩০৮

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩০৮

spot_img
spot_img

দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত মোট ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রো এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জ এলাকায় ১,০৩৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, দেশকে স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, পরিস্থিতির প্রেক্ষিতে সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, জামিনে থাকা অপরাধীদের ওপরও নজর রাখা হচ্ছে বলে তিনি জানান।

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় আনা হবে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত অপরাধীদের দমন সম্ভব না হবে, ততদিন এই অভিযান চলবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয়। এরপরই ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করার ঘোষণা দেওয়া হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা শুরু করে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়।

আরো পড়ুন
- বিজ্ঞাপন -

সর্বাধিক পাঠিত