Viral Crime News: অমানবিক! চাকরির ইন্টারভিউতে যাওয়ার সময় পুত্রবধূর মাথায় ইটের বাড়ি শ্বশুরের
চাকরি করতে চেয়েছিলেন যুবতী। তবে বাড়িতে তা নিয়ে কাউকে কিছু বলেননি। পরে যুবতীর সেই কাণ্ড শুনে বেজায় চটলেন শ্বশুর। ইটের বাড়ি মেরে পুত্রবধূর মাথাই ফাটিয়ে দিলেন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম দিল্লির প্রেমনগরের। বাড়ির বউ চাকরি করবে তা মেনে নিতে পারেননি শ্বশুর। এই নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় পুত্রবধূর সঙ্গে বচসা বাঁধে তাঁর। পরে ইট দিয়ে পুত্রবধূর মাথায় একাধিকবার প্রহার করেন। (আরও পড়ুন: দানা বেঁধেছে নিম্নচাপ, বাংলায় কবে-কোথায় বৃষ্টি হবে? জানুন আবহাওয়ার আপডেট)
শ্বশুরের অমানবিক আচরণের জেরে ২৬ বছর বয়সি যুবতী গুরুতর ভাবে জখম হয়েছেন। আপাতত তিনি হাসপাতালে ভরতি। এদিকে ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তাতে দেখা গিয়েছে, তাতে দেখা গিয়েছে, এক যুবতী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আচমকাই এক বৃদ্ধ হাতে ইট নিয়ে তেড়ে আসেন তাঁর দিকে। এরপর একবার ইট দিয়ে মারার হুমকি দেয় সেই বৃদ্ধ। যুবতী চোখ বন্ধ করে মাথা হাত দিয়ে ঢাকেন। কিন্তু তখন বৃদ্ধ প্রহার করেন না। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কাতর্কি। এরপর সেই বৃদ্ধ যুবতীর মাথায় পরপর দু’বার ইট দিয়ে মারেন। নির্যাতিতা যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এরপর সেখান থেকে যুবতী পালানোর চেষ্টা করেন। সেই যুবতীর পিছনে ছুটে যান সেই বৃদ্ধ।
আরও পড়ুন: এবার মহাকাশ পর্যটন শুরু করবে ইসরো, এক একটি আসনের দাম শুনলে ঘুরবে মাথা
এদিকে ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিয়ো দেখে অভিযুক্ত বৃদ্ধকে চিহ্নিত করা হয়েছে। তবে অভিযুক্ত বৃদ্ধকে এখনও গ্রেফতার করা হয়নি। এদিকে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেই যুবতীর পরিবার। তদন্ত শুরু হয়েছে। ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ‘যুবতী আপাতত চিকিৎসাধীন আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এই মুহূর্তে সেই জখম যুবতী পুলিশকে তাঁর বয়ান দেওয়ার পরিস্থিতিতে নেই। আমরা তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তাঁদের অভিযোগ, মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন বলে শ্বশুর তাঁকে মারধর করেছে। মহিলা কাজ করে তাঁর স্বামীকে সাহায্য করতে চেয়েছিলেন।’