Viral: নদীতে এ কোন বিপদ! আচমকা হামলা এই প্রাণীর, ভিডিওতে দেখুন পরে যা ঘটল
#নয়া দিল্লি: নদীতে বোটিং করতে গিয়ে বেনজির বিপদ। আচমকা আক্রমণের মুখে পড়েন নৌকায় থাকা যাত্রীরা। কোনওরকমে প্রাণ রক্ষা করে সেখান থেকে পালিয়ে আসেন তাঁরা। গোটা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অল্পের জন্য প্রাণীর হামলা থেকে রক্ষা পেয়েছেন তাঁরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, নৌকায় চড়ে একদল পর্যটক নদীতে একটি জলহস্তির ভিডিও করছিলেন। কিন্তু আচমকাই দেখা যাচ্ছে জলহস্তি ওই বোর্টকে তাড়া করছে। বোর্টের দিকে যেতে শুরু করে। নৌকার গতি বাড়ানো হলেও, একসময়ে দেখা যায় জলহস্তিটি খুব কাছাকাছি চলে আসে। তবে বোর্ট চালকের তৎপরতায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
ভিডিওটি দেখার পর অনেকেই ঘাবড়ে গেছেন। ভিডিও ভাইরাল হয়েছেসোশ্যাল মিডিয়াতে। প্রথমে এই ভিডিওটি @30sectips ট্যুইটার হ্যান্ডেল দিয়ে শেয়ার করা হয়েছে।
Although accurate numbers are hard to come by, lore has it that hippos kill more people each year than lions, elephants, leopards, buffaloes and rhinos combined. Don’t get close! pic.twitter.com/cc7EbQHs4j
— Hidden Tips (@30sectips) January 3, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।