Viral :খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তানে পথের ধারে কিশোর বেলুনওয়ালাকে বিরিয়ানি খাইয়ে নেটমহলে সাধুবাদ পেলেন তরুণী
ইসলামাবাদ : একদিকে চরম খাদ্যাভাব ও অর্থসঙ্কটে জর্জরিত পাকিস্তান৷ সেখানেই এক তরুণীর ছোট্ট মানবিক আচরণ মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের৷ পথের ধারে দাঁড়িয়ে থাকা এক কিশোর বেলুন বিক্রেতাকে তিনি বিরিয়ানি খাইয়েছেন! সকলের জগৎ পরিবর্তন করতে না পারলেও অন্তত কিছুটা ভাল লাগা এনেছেন একজনের জীবনে৷ নেটিজেনরা সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছেন ওই তরুণী ফৈজা নঈমকে৷ ইনস্টাগ্রামে তাঁর বায়ো বলছে তিনি পেশায় একজন হিপনোটিস্ট এবং সমাজকর্মী৷ পথের ধারে এক কিশোর বেলুনবিক্রেতাকে বিরিয়ানি খাইয়ে তার মুখে হাসি ফুটিয়ে তুলেছেন৷ তাঁর আচরণে মুগ্ধ নেটিজেনরা৷
শুধু বিরিয়ানিতেই শেষ নয়৷ এর পর তিনি কিশোর বেলুন বিক্রেতার কাছ থেকে জানতে চান তার কাছে কত টাকার বেলুন আছে৷ বলেন, যত বেলুন আছে সব তাঁকে দিয়ে দিতে৷ সব বেলুন বিনামূল্যেও দিয়ে দিতে এক কথায় রাজি হয়ে যায় ওই কিশোর৷ কিন্তু ফৈজা জানিয়ে দেন তিনি নিলে সম্পূর্ণ দাম দিয়ে তবেই কিনবেন সব বেলুন৷ সেটাই করেন তিনি৷ এর পর বেলুন বিক্রেতার আনন্দ আর দেখে কে! সেই মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে ফৈজা লিখেছেন সেটা তাঁর জীবনের সেরা মুহূর্ত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Viral