Threat call for PM: পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে মোদীকে খুনের হুমকি বেকারত্বের শিকার ব্যক্তির, মুহূর্তে হলেন গ্রেফতার

ঘড়ির কাঁটায় তখন রাত ১০.২০ মিনিট। পুলিশ কন্ট্রোল রুমে এক ব্যক্তির ফোন। ফোনের অপর প্রান্ত থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি। কাল ব্যয় করেনি পুলিশ! সঙ্গে সঙ্গে গোটা টিম নিয়ে তারা রওনা হয়, ওই ব্যক্তির লোকেশন অনুযায়ী অবস্থান দেখে। শেষমেশ বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

শুক্রবার পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে প্রাণনাশের হুমকি দেওয়া ওই ব্যক্তিকে  খুঁজে বের করেছে তারা। পরে তাকে গ্রেফতারও করা হয়েছে জিজ্ঞাসাবাদে ব্যক্তির উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তারা জানতে পেরেছে ওই ব্যক্তির নাম হেমন্ত কুমার। এই ব্যক্তি কারোলবাগের রায়গড়পুরার বাসিন্দা। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তায়াল বলেন,’ তাকে পুলিশ স্টেশনে আনা হয়েছে ও যৌথভাবে জেরা করা হচ্ছে।’  পুলিশ জানতে পেরেছে যে, গত ৬ বছর ধরে বেকারত্বে ভুগছেন অভিযুক্ত হেমন্ত কুমার। এছাড়াও তাঁর মদ্য পানের অভ্যাস রয়েছে। পুলিশ জানিয়েছে মদ্যপ অবস্থায় হেমন্ত পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। আর তখনই দেশের প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেন।

(মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে দিলেন যাত্রী! এরপর? খবরে কোন এয়ারলাইন্স!)

জানা গিয়েছে, হেমন্তের বয়স ৪৮। আর এম মধ্যবয়সী ব্যক্তির এই হুমকি ফোন কলকে মোটেও সহজভাবে নিচ্ছে না পুলিশ। এদিকে, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সদ্য বেশ কিছু ফাঁক ফোকড়ের ছবি উঠে এসেছে। পঞ্জাবের পর সদ্য কর্ণাটকে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে একাধিকবার নিরাপত্তার ফাঁকের কবলে পড়েন মোদী। কখনও তব্যারিকেড ভেঙে তাঁর দিকে ছুটে আসেন কেউ, আবার কখনও মোদীর দিকে ছোড়া হয় মোবাইল। এই পরিস্থিতিতে দিল্লিতে পুলিশ কন্ট্রোল রুমে এই ব্যক্তির ফোন আসার ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

Source link

Read also  G7 Summit : PM Modi Shares Hug With Joe Biden And Rishi Sunak In Hiroshima