Teacher beaten student: হোমওয়ার্ক না করায় কঠিন শাস্তি! পড়ুয়াকে দোতলার ছাদ থেকে ফেলে দিলেন শিক্ষক

নৃশংস ঘটনার সাক্ষী থাকল বিহারের একটি বেসরকারি স্কুল। হোমওয়ার্ক না করে আসায় এক পড়ুয়াকে কঠিন শাস্তি দিলেন স্কুল শিক্ষক। এর আগেও হোমওয়ার্ক না করার জন্য পড়ুয়াদের বিভিন্ন জায়গায় বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। আর এবার সেই সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল বিহারের এই ঘটনা। ওই ছাত্রকে শুধু মারধর করেই ক্ষান্ত হলেন না শিক্ষক, ক্ষোভে ছাত্রকে স্কুলের দোতলার ছাদ থেকে নিচে ফেলে দিলেন। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলার কল্যাণপুরে। এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। এদিকে, ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পরিবারের অভিযোগ, ওই পড়ুয়াকে বিদ্যুৎস্পৃষ্ট করার জন্য দোতলার ছাদ থেকে ফেলে দিয়েছিলেন শিক্ষক। ঘটনায় ছাত্রকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মতিহারী সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। ওই ছাত্র কল্যাণপুরের বাকরপুরে অবস্থিত প্রীতম প্রীত পাবলিক স্কুলের পড়ুয়া। এই ঘটনার পরেই থানায় অভিযোগ জানান ছাত্রর বাবা চন্দ্রভূষণ যাদব। তার ভিত্তিতে পুলিশ তাকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে, এই ঘটনার পরেই বিদ্যালয়ের অধ্যক্ষ সুমন কুমার চৌরাসিয়া ঘটনাস্থল থেকে পলাতক বলে জানা গিয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ৬ বছর বয়সি ওই পড়ুয়াকে চিকিৎসার পর মতিহারী সদর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে বেশ কয়েক জায়গায় গুরুতর চোট পেয়েছে শিশুটি। তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হোমওয়ার্ক না করার জন্য ওই ছাত্রকে মারধর করার পর ওই শিক্ষক তাকে ছাদে নিয়ে যান এবং সেখান থেকে তাকে ফেলে দেন। শিশুটির মামা অভিযোগ করেছেন, হোমওয়ার্ক না করার জন্য ওই শিক্ষক তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে। আমরা এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তার শরীরে বেতের আঘাতের দাগ রয়েছে।’

Read also  Stolen Calf: একেই বলে জেদ, দুবছর পরে ডিএনএ মিলিয়ে চুরি যাওয়া বাছুর ফিরে পেলেন বৃদ্ধ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link