Tax exemption for leave encashment: বাড়ল ৮ গুণ! বেসরকারি কর্মীদের এই ক্ষেত্রে করছাড়ের সীমা বেড়ে হল ২৫ লাখ টাকা

বেসরকারি কর্মচারীদের লিভ এনক্যাশমেন্টের উপর করছাড়ের সীমা একলপ্তে বাড়ানো হল। বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সসের (সিবিডিটি) তরফে জানানো হয়েছে, যে বেতনভোগীরা সরকারি ক্ষেত্রে কর্মরত নন, তাঁদের লিভ এনক্যাশমেন্টের উপর করছাড়ের সীমা এতদিন তিন লাখ ছিল। সেই সীমা একলপ্তে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। যে নয়া নিয়ম চলতি অর্থবর্ষের (২০২৩-২০২৪) পয়লা দিন তথা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। 

তবে বৃহস্পতিবার যে সিবিডিটির তরফে আচমকা সেই ঘোষণা করা হয়েছে, সেটা মোটেও নয়। গত ১ ফেব্রুয়ারি সংসদে সাধারণ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের সেই করছাড়ের সুবিধা দেওয়া হবে। অবশেষে আজ সেই বিষয়টি নিয়ে আজ বিবৃতি জারি করেছে সিবিডিটি। 

আরও পড়ুন: Credit Card Rule: বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের নয়া নিয়ম, দিতে হবে ২০% TCS, জানুন বিশদে

বৃহস্পতিবার ভারতের প্রত্যক্ষ কর সংক্রান্ত কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যখন কোনও কর্মচারী অবসরগ্রহণ করবেন, সেই সময় যে ‘আর্নড লিভ’ (Earned Leave বা EL) থাকবে, সেই মেয়াদের ক্ষেত্রে করছাড়ের সুযোগ মিলবে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, আয়কর আইনের আওতায় একটি নির্দিষ্ট ধারায় মোট যে পরিমাণ করছাড় দেওয়া হবে, সেটা ২৫ লাখ টাকার সীমা ছাড়ানো যাবে না।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Source link

Read also  Diamond replaced by Gutkha:৩২ লাখের হিরের জায়গায় পার্সেলের ভিতর মিলল গুটখা! প্রতারণার দায়ে ধৃত ১