Tata-র এই শেয়ারে হতে পারে মুনাফা! বিনিয়োগ আছে রেখা ঝুনঝুনওয়ালারও

Rekha Jhunjhunwala portfolio: টাইটানের শেয়ারের দাম গত প্রায় এক বছর ধরে নিচের দিকে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যে স্তরে স্টকটি রয়েছে, সেখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট হতে পারে। তাই অনেকেই ডিপ-এ শেয়ার কেনার পরিকল্পনা করছেন। জেপি মরগানের রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের মার্চের মধ্যে টাইটানের স্টক ৩,০০০ টাকায় চড়তে পারে। আরও পড়ুন: বাজারের হাল খারাপ! ৪,০০০ কোটির IPO-র নথি জমা দিয়েও ফিরিয়ে নিল Fab India

বিশেষজ্ঞদের মতে, ১২-১৩%-এর মার্জিনেই আপাতত শেয়ার স্থিতিশীল থাকতে পারে। ক্রমবর্ধমান সোনার দাম, বাজারে প্রতিযোগিতা এhবং শেয়ার মার্কেটে চাপ রয়েছে বটে। তবে ভাল পরিষেবা এবং অপারেটিং লিভারেজের মাধ্যমে সেটা ব্যালেন্স হয়ে যেতে পারে। স্মার্ট ওয়্যারেবল, ক্যারাটলেন, আইওয়্যার, তানেইরা এবং আন্তর্জাতিক স্তরের ব্যবসায় জোর দিচ্ছে টাইটান। ফলে আগামিদিনে সংস্থার ব্যবসার প্রসার বাড়তে পারে। ভাল আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই ডিপে এই শেয়ার কেনার বিবেচনা করছেন অনেকে।

তবে, আনন্দ রথীর টেকনিক্যাল রিসার্চের সিনিয়র ম্যানেজার গনেশ ডোংরের মতে, ‘চার্ট প্যাটার্নে, টাইটানের শেয়ারের দাম ২,৩০০ টাকা থেকে ২,৬০০ টাকার স্তরে ঘুরছে। এই ২,৬০০ টাকার বাধা ভেঙে গেলে স্টকটি খুব বুলিশ হতে পারে। যাঁরা এই স্টকে বিনিয়োগ করবেন, তাঁরা ২,৩০০ টাকায় স্টপ রেখে শেয়ার ধরে রাখতে পারেন। ভারতীয় স্টক মার্কেট বর্তমানে দুর্বল। সেই দিকটা বিবেচনা করে, যদি স্টক প্রতি ২,৩০০ টাকার নিচে ফিরে যায় তাহলে সেটা নেমে ২,০০০ টাকায় যেতে পারে।

টাইটান কোম্পানিতে রেখা ঝুনঝুনওয়ালা

Q3FY23-এ টাইটান কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, রেখা ঝুনঝুনওয়ালার কাছে ৪,৫৮,৯৫,৯৭০টি টাইটান শেয়ার রয়েছে। এটি কোম্পানির মোট পরিশোধিত মূলধনের প্রায় ৫.১৭%।

প্রয়াত কিংবদন্তি বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার অন্যতম পছন্দের স্টক ছিল টাইটান। টাটা গোষ্ঠীর অধীনস্থ এই শেয়ার থেকেই কোটি কোটি টাকার রিটার্ন পেয়েছেন তিনি। আরও পড়ুন: Zomato-র ১৫০ টাকার শেয়ার কমে মাত্র ৪০ টাকা! ‘আমি দর দেখি না,’ দাবি CEO-র

Read also  Kalburgi Railway station: স্টেশনের আদল, রং নিয়ে নয়া বিতর্ক! বিজেপি শাসিত কর্ণাটকে হিন্দু সংগঠনের দাবির পর কী ঘটল?

বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

Source link