Sister Nivedita: ইংল্যান্ডে সিস্টার নিবেদিতার মূর্তির আবরণ উন্মোচন শীঘ্রই, মুখ থাকবে বাংলার দিকে
স্বামী বিবেকানন্দর শিষ্যা সিস্টার নিবেদিতার মূর্তি বসবে উইম্বলডনে। সোমবার সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটির মুখপাত্র একথা জানিয়েছেন। এনডিটিভি সূত্রে এমনটাই খবর। সিস্টার নিবেদিতার স্মরণে এই উদ্যোগ। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে, আধ্য়াত্মিক জগতে, স্বামী বিবেকানন্দের ভাবধারা প্রচারের ক্ষেত্রে যাঁর নাম বার বার উচ্চারিত হয় তিনি সেই আইরিশ নারী সিস্টার নিবেদিতা। সেই মহিয়সী নারীর মূর্তির আবরণ উন্মোচন করা হবে এবার।
সূত্রের খবর, সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি মহারাজ স্বামী বিশ্বমায়ানন্দজী এই ব্রোঞ্জের স্ট্যাচুটির ডিজাইন করেছেন। এটির উচ্চতা হবে ৬.২ ফুট।
ইউনাইটেড কিংডমে সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে জারি করা বিবৃৃতিতে সারদা সরকার জানিয়েছেন, আর্টিস্ট নির্জন দে এটা তৈরি করেছেন। ভারতেই এটি তৈরি করা হয়েছে।
সূত্রের খবর, সিস্টার নিবেদিতা সেলিব্রেশন কমিটির পক্ষ থেকে ইংল্যান্ডের মাটিতে ক্রাউড ফান্ডিং করা হয়েছিল। সেখান থেকেও কিছু সহায়তা মেলে। তবে এই মূর্তির খরচের ক্ষেত্রে বড় অংশ এসেছে বিধাননগরের রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র থেকে। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট ইন কলকাতার তরফে চঞ্চল দে ও সত্য়জিৎ চক্রবর্তী এই স্ট্যাচু তৈরিতে সহায়তা করেছেন বলে খবর।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে তিনি জানিয়েছেন, চলতি বছরের ১ জুলাই এই স্ট্যাচুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই মূর্তি শুধু সিস্টার নিবেদিতার মহান জীবনকে মনে করাবে তাই নয়, এই মূর্তি ভারত ও ইংল্যান্ডের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে।
তিনি জানিয়েছেন, আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক হবে এই স্ট্যাচু। এটি সিস্টার নিবেদিতার উল্লেখযোগ্য অবদানের সাক্ষ্য বহন করবে।
সূত্রের খবর, এটি রিচার্ড লজ হাইস্কুল ফর গার্লসের সামনে বসানো হবে। তাৎপর্যপূর্ণভাবে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে এই মূর্তিটি বসানো হবে। অর্থাৎ বাংলার দিকে মুখ করে এটা বসানো হবে। কার্যত প্রতীকী অর্থে এই মূর্তিটি ওই বিশেষ অভিমুখে বসানো হবে।
প্রসঙ্গত এর আগে ইউকেতে গ্রেট টরিংটনে সিস্টার নিবেদিতার পারিবারিক সমাধিক্ষেত্রে তাঁর একটি আবক্ষ মূর্তি বসানো হয়েছিল।