Russia Summons Germany, Sweden, Denmark – News18 Bangla
মস্কো (রাশিয়া) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই ২০২২ সালে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। চারটি শক্তিশালী বিস্ফোরণে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের অন্তত ১৬৪ ফুট দীর্ঘ একটি অংশ ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় এর পাশে থাকা পাইপলাইন নর্ড স্ট্রিম-টু।
বাল্টিক সাগরের মধ্যে দিয়ে যাওয়া রাশিয়া ও জার্মানির মধ্যে সংযোগ রক্ষাকারী ওই গ্যাস পাইপলাইনটি বিস্ফোরণের পর সেই ঘটনায় তদন্তের দায়িত্ব যায় তিনটি দেশের এক্তিয়ারে। এবার সেই সংক্রান্ত তদন্তে ফলাফলের অভাব রয়েছে সেই অভিযোগে জার্মানি, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া।
আরও পড়ুন https://bengali.news18.com/news/national/ysrcp-bjd-tdp-akali-to-attend-new-parliament-building-inauguration-tes-1116379.html Inauguration Row: ওয়াইএসআর, বিজেডি, টিডিপি, অকালির নেতারা থাকবেন নতুন সংসদ ভবনের উদ্বোধনে
বৃহস্পতিবার রুশ বিদেশ দফতরের তরফে জানানো হয়, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাটি কাকতালীয় নয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, “আমরা লক্ষ্য করেছি এই দেশগুলি নাশকতার ঘটনা ও তার তদন্তের ফলাফল জানাতে আগ্রহী নয়। এর বদলে তারা তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করছে। তারা মূল অপরাধীদের শনাক্ত না করে কাকে আড়াল করার চেষ্টা করছে? ”
অবশ্য ওই বিস্ফোরণের পর সুইডেন ও ডেনমার্ক জানিয়েছিল, গত বছরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণটি ইচ্ছা করেই ঘটানো হয়েছিল। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটায় তা ছিল রহস্যের অন্তরালে।
আরও পড়ুন https://bengali.news18.com/news/international/pm-modi-says-india-australia-ties-have-entered-t20-mode-after-bilateral-meet-dmg-1114915.html India-Australia Ties : ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক এখন টি-২০ মোডে, দ্বিপাক্ষিক বৈঠকের পর মন্তব্য মোদির
নর্ড স্ট্রিম ওয়ানের উপর সেই হামলার পরে রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের নানা দেশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ তোলে।পোল্যান্ড ও ইউক্রেন সরাসরি রাশিয়াকে ওই বিস্ফোরণের জন্য দায়ী করে। কিন্তু এর কোনো প্রমাণ পাওয় যায়নি। জার্মানি, ডেনমার্ক আর সুইডেন এই ঘটনার তদন্ত করছিল। বৃহস্পতিবার মস্কোর তরফে তিন দেশের রাষ্ট্রদূতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল ওই তদন্তে অবিলম্বে রাশিযাকে যুক্ত করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Explosion, Germany, Russia Ukranie War, Sweden