বাংলা নিউজ > ঘরে বাইরে > Rahul Gandhi: ‘ভারত বিরোধী কিছুই বলিনি’, কেমব্রিজ বিতর্কে বিজেপির দাবির মাঝে মুখ খুললেন রাহুল
Updated: 16 Mar 2023, 01:16 PM IST
Sritama Mitra
ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী এদিন বলেন, ‘আমি কোনও ভারত বিরোধী কথা বলিনি। তারা (বিজেপি) যদি আমায় বলতে অনুমতি দেন, তাহলে আমি সংসদে বলব।’
1/4বিজেপির দাবি ছিল রাহুল গান্ধী যাতে ক্ষমা চান। আর কংগ্রেস এই ইস্যুতে পাল্টা সরব হয়েছিল, সেই সময় কংগ্রেসের তরফে মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তুলেছিলেন দক্ষিণ কোরিয়া ও চিনে মোদীর ভাষণ প্রসঙ্গে। উল্লেখ্য়, সদ্য লন্ডন সফরে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পৌঁছে ভারতের গণতন্ত্র ইস্যুতে রাহুল গান্ধী যে সমস্ত বক্তব্য রেখেছেন, তার বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। আর সেই ইস্যুতে, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেন বিজেপি নেতারা। তারই প্রেক্ষাপটে মুখ খুলেছেন রাহুল। . (PTI) (HT_PRINT)2/4ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী এদিন বলেন, ‘আমি কোনও ভারত বিরোধী কথা বলিনি। তারা (বিজেপি) যদি আমায় বলতে অনুমতি দেন, তাহলে আমি সংসদে বলব।’ (ANI Photo/ SansadTV) (HT_PRINT)3/4প্রসঙ্গত, রাহুল গান্ধীর সমর্থনে সদ্য মুখ খুলেছেন শশী থারুর। সাফ বার্তায় কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা জানান, রাহুল গান্ধী কোনও এমন মন্তব্য করেননি, যা নিয়ে তাঁকে ক্ষমা চাইতে হবে। (ANI Photo/ SansadTV) (HT_PRINT)
4/4এদিকে, বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই ইস্যুতে মুখ খোলেন। তিনি বলেন, ‘রাহুল গান্ধী যা বলেছেন, সেই একই ভাষা তাঁরাও ব্যবহার করেন , যাঁরা দেশের ভিতরে ও বাইরে ভারত বিরোধী।’ . (ANI Photo/ SansadTV) (HT_PRINT)