Rahul Gandhi: নতুন করে পাসপোর্ট চান রাহুল, আদালতের কাছে NOC চেয়ে আবেদন

নতুন করে একটা সাধারণ পাসপোর্ট চান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ন্যাশানাল হেরাল্ড মামলায় অভিযুক্ত তিনি। এমপি পদ খারিজ হওয়ার পরে তিনি ভ্রমণ সংক্রান্ত কূটনৈতিক নথি জমা দিয়ে দিয়েছেন। এবার তিনি দিল্লি কোর্টে আবেদন করলেন একটা পাসপোর্টের জন্য। আসলে সাধারণ পাসপোর্ট তৈরির জন্যও তাঁর এখন আদালতের নো অবজেকশন দরকার। সেজন্যই এই আবেদন।  

এদিকে রাহুলের এই আবেদনের পরিপ্রেক্ষিতে ন্যাশানাল হেরাল্ড মামলায় আবেদনকারী বিজেপি নেতা সুহ্মমণিয়ম স্বামীর কাছ থেকে জবাব চেয়েছে আদালত। আগামী বুধবার এটির শুনানি হবে। 

আবেদনে বলা হয়েছে, তিনি তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন. সেকারণে তিনি নতুন করে একটি পাসপোর্ট চাইছেন।এনিয়ে আদালতের কাছ থেকে তিনি নো অবজেকশন চাইছেন। 

তবে এই আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত রাহুল গান্ধী তাঁর নতুন পাসপোর্ট পান কী না সেটাই দেখার। তবে আপাতত মামলাকারী বিজেপি নেতার কাছ থেকে জবাব চেয়েছে আদালত। তবে ওয়াকিবহাল মহলের মতে, তিনি সম্ভবত আমেরিকা যেতে পারেন। সেকারণেই তিনি পাসপোর্ট তৈরির ক্ষেত্রে নো অবজেকশন চাইছেন। সূত্রের খবর, আগামী জুন মাসে তিনি ১০দিনের সফরে আমেরিকা যেতে পারেন। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তাঁর প্রবাসীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেই সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বলে খবর। 

 

 

Source link

Read also  AI Urination Case in SC: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডের মামলা এবার সুপ্রিম কোর্টে, নোটিস গেল কেন্দ্র, ডিজিসিএ-র কাছে