Poll Symbols: বেলুন থেকে বাঁশি, তরমুজ থেকে ভায়োলিন, ভোটে লড়ার ১৯৩টি প্রতীক প্রকাশ করল কমিশন

হাত চিহ্ন, পদ্ম ফুল, কিংবা ঘাসের উপর জোড়া ফুল। এর বাইরেও প্রচুর প্রতীক দেখা যায়, দেওয়ালে জ্বলজ্বল করছে। মূলত নির্দল প্রার্থীরা সেই সব প্রতীক ব্যবহার করেন। এবার তারই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। অত্যন্ত আকর্ষণীয় এই তালিকা। তার মধ্যে কী নেই! বেলুন থেকে বেবি ওয়াকার, মানি ব্যাগ থেকে ওয়াকিং স্টিক সবটাই রয়েছে।

ভোটে লড়ার জন্য ১৯৩টি প্রতীকের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। তার মধ্য়ে রয়েছে হাঁটার লাঠি, বেবি ওয়াকার, এয়ার কন্ডিশনার, বেলুন, চুড়ির মতো ছবিও। এগুলি মূলত ফ্রি সিম্বল বলে পরিচিত। অর্থাৎ কেবলমাত্র নির্দল প্রার্থীরা ও স্বীকৃতিবিহীন কোনও দল এগুলি ব্যবহার করতে পারবে।

আসলে দেশে যে সমস্ত বড় স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে তাদের নির্দিষ্ট প্রতীক রয়েছে। সেই প্রতীক দেখেই তাদের আলাদা করে চিহ্নিতকরণ করা যায়। কিন্তু নির্দল প্রার্থীরা যখন ভোটে লড়াই করেন তাদের জন্য় নির্দিষ্ট কোনও প্রতীক আগে থেকে থাকে না। তাঁরা এই তালিকা থেকে প্রতীক বেছে নেন। সময়ে সময়ে সেই তালিকাই প্রকাশ করে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, গত ১৫ মে এই তালিকা প্রকাশ করেছে কমিশন। তার মধ্যে ১৯৩টি প্রতীক রয়েছে। একাধিক অভিনব সব প্রতীক রয়েছে তার মধ্যে। যেমন ওয়াকিং স্টিক, বেবি ওয়াকার, এয়ার কন্ডিশনার, বেলুন, চুড়ি, বাঁশি, তরমুজ, উল কাঁটা, ভায়োলিন, মানব্যাগ, ভ্যাকুয়াম ক্লিনার সহ নানা ধরনের প্রতীক প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রতিটি প্রতীকের ক্ষেত্রে অভিনবত্ব রয়েছে।

এরপর যে ভোটগুলি পরপর হবে সেখানে নির্দল প্রার্থীরা এই সমস্ত প্রতীকই ব্যবহার করবেন। চলতি বছরের শেষের দিকে দেশ জুড়ে একাধিক রাজ্যে ভোট রয়েছে। মিজোরাম, ছত্তিশগড়, মধ্য়প্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানাতে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে ভোট হবে। সেখানে নির্দল প্রার্থীরাও দাঁড়াতে পারেন। তাঁরা এই প্রতীকগুলো ব্যবহার করতে পারেন।

Read also  Pakistan: গ্রেফতারি 'অবৈধ', ইমরান খানকে জামিন দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

 

Source link