Plane Crash: পাহাড়ের মাথায় বিমান ভেঙে আটকে ৭২ দিন, খিদে মেটাতে নরমাংসই খেলেন বেঁচে যাওয়া যাত্রীরা!
সেই শুরু… তারপর যতদিন তাঁরা ওই অবস্থায় ছিলেন, ততদিন মৃত মানুষের দেহাংশ খেয়েই বেঁচে ছিলেন। শুধু তাই নয়, তাঁরা সবাই ঠিক করেন , তাঁদের মধ্যেও যদি কেউ মারা যান, তাহলে তাঁর মাংসও বেঁচে থাকা সঙ্গীরা খেতে পারবেন। এই ভাবেই তাঁরা বহু দিন বেঁচে ছিলেন। কতদিন জানেন? ৭২ দিন! দীর্ঘ ৭২ দিন পর তাঁদের উদ্ধার করা হয়।