Next Pandemic Bound to Come said WHO Chief – News18 Bangla
জেনেভা : কোভিড অতিমারি শেষ হয়ে গিয়েছে ভেবে বিশ্ববাসীকে নিশ্চিন্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। দশ দিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাধারণ পরিষদের বৈঠক চলছে জেনেভায়। আর সেই সভায় হু প্রধানের বক্তব্য, করোনার থেকেও ভয়াবহ অতিমারি ফিরে আসতে পারে পৃথিবীতে।
আর এজন্যই ট্রেডসের পরামর্শ, পরবর্তী অতিমারির জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে বিশ্ববাসীকে। সতর্কতা জারি করে একইসঙ্গে জানালেন, বিশেষ প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সদস্য রাষ্ট্রগুলির অনুদানের পরিমান বাড়াতে বাধ্য হয়েছে। কারণ, ভবিষ্যত পরিস্থিতির কথা মাথায় রেখে সংগঠনের পরিকাঠামো বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন https://bengali.news18.com/news/national/pm-modi-to-address-public-meeting-in-ajmer-of-rajasthan-on-end-of-may-ub-1113704.html Modi in Rajasthan : নবম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারে ৩১ মে রাজস্থানের আজমেড়ে সভা মোদির
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন গেব্রিয়েসাস। সেখানেই নির্দিষ্ট রিপোর্ট পেশ করে তিনি বলেন, ‘‘বিশ্ব জুড়ে কোভিডের প্রকোপ শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্ত কোভিডের থেকেও ভয়ংকর কোনও অতিমারী হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে।’’ তিনি জানিয়েছেন, ওই অতিমারীর ফলে রোগী এবং মৃত্যুর সংখ্যা আরও অনেক গুন বাড়তে পারে। আবার এমন সম্ভাবনার আশঙ্কাও আছে, কোভিডের থেকে আরও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।
প্রতিষেধকমূলক পদক্ষেপ হিসাবে সুস্বাস্থ্যের দিকে নজর রাখার এবং সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। অবশ্য চলতি মাসের শুরুতে করোনা ভাইরাস আর গোটা পৃথিবী জুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা নয় বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০১৯ সালের ডিসেম্বরে চিনে প্রথম করোনা শনাক্ত হয়।
যদিও বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান জানিয়েছেন, কোভিড নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। আর কোভিড শুধুমাত্র আশঙ্কার কারণ নয়। আর একারণে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকা জরুরি। খুব তাড়াতাড়ি পরবর্তী অতিমারি হানা দিলে সকলকে সম্মিলিত ভাবে প্রস্তুত থাকতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Pandemic, Coronavirus New Wave, WHO