New Parliament Inauguration Boycott: ‘গণতন্ত্রের আত্মাকে শুষে নিয়েছে’, নয়া সংসদভবনের উদ্বোধন বয়কটের ডাক ১৯টি বিরোধী দলের

আগামী ২৮ মে, রবিবার উদ্বোধন হতে চলেছে দেশের নতুন সংসদভবন। তবে সেই উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ১৯টি বিরোধী দল। আজ এই আবহে একটি যৌথ বিবৃতি জারি করেছে দলগুলি। ১৯ দলের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘যখন সংসদ থেকে গণতন্ত্রের আত্মাকে শুষে নেওয়া হয়েছে, তখন এই নতুন বিল্ডিংয়ের কোনও দাম নেই আমাদের কাছে।’ বিরোধীদের অভিযোগ, রাষ্ট্রপতিকে নয়া সংসদভবনের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। বিরোধী দলগুলির দাবি ছিল, প্রধানমন্ত্রী মোদীর বদলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংসদ ভবন উদ্বোধন করা উচিত।

বিস্তারিত আসছে… 

Source link

Read also  Gunman killed many in USA: মার্কিন মুলুকে ফের মলে বন্দুকবাজের হামলা, রক্তস্নাত শনিতে মৃত ৯