Maharashtra: দীর্ঘপথ পেরিয়ে প্রতিদিন জল নিয়ে আসেন মা, কষ্ট দেখে বাড়ির পাশেই কুয়ো খুঁড়ে ফেলল ছেলে

গ্রীষ্মের দাবদাহ হোক বা শীতকাল, দীর্ঘ পথ পেরিয়ে প্রতিদিন নদী থেকে জল নিয়ে আসতেন মা। সেই কষ্ট দেখতে না পেয়ে বাড়ির পাশেই আস্ত কুয়ো খুঁড়ে ফেলল ছেলে। ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরের। এমন ঘটনায় স্বাভাবিকভাবে শোরগোল পড়ে গিয়েছে। নবম শ্রেণির ছাত্রের এরকম মাতৃভক্তির নিদর্শন দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। এরজন্য এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে গিয়েছে নবম শ্রেণির ছেলেটি। ওই কিশোরের নাম প্রণব সালকর।

জানা গিয়েছে, প্রণব সালকর উপজাতিদের গ্রাম ধাভাঙ্গে পাড়ায় থাকে। জল আনার জন্য প্রতিদিন তার মাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হতো। কিন্তু, মায়ের সেই কষ্ট কিছুতেই মেনে নিতে পারেনি কিশোর। তাই মায়ের কষ্ট লাঘব করার জন্য বাড়ির পাশেই কুয়ো তৈরি করার সিদ্ধান্ত নেয় প্রণব। আর তারপরেই বেলচা, কোদাল এবং মই নিয়ে কুয়ো খননের কাজ শুরু করে দেয় প্রণব। আর কয়েকদিনের মধ্যেই সে খুঁড়ে ফেলে আস্ত কুয়ো। তা থেকে জলও উঠতে শুরু করে। এরফলে এখন তার মাকে আর দীর্ঘ পথ পেরিয়ে জল আনতে হয় না। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রণবকে ১১ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এখন প্রণব একজন সেলিব্রিটি হয়ে উঠেছে। তার জন্য গর্বিত তার বাবা মা।

প্রণব জানায়, ‘প্রতিদিন আমার মা সকালে রান্না করার আগে জল নিয়ে আসত। অনেক দূর থেকে কলসিতে করে সেই জল আনতে হতো। তা দেখে আমার খুব কষ্ট হতো। আমি খুশি যে এখন আর আমার মাকে প্রতিদিন কষ্ট করে জল আনতে যেতে হবে না।’ প্রণবের বাবা বিনায়ক সালকর জানান, ‘প্রবণ একাই কুয়ো খুঁড়েছে। আমি শুধু পাথর সরাতে সাহায্য করেছিলাম। ও সারাদিন ধরে কুয়ো খুঁড়ত। শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য ১৫ মিনিট কুয়ো খোঁড়া বন্ধ রাখত।’ প্রণবের মা দর্শনা সালকর জানান, ‘আমি ছেলের জন্য খুবই গর্বিত এবং আমি খুশি যে আমাকে আর দূরে প্রতিদিন জল আনতে হবে না।’

Read also  ED on Cattle Smuggling: গরু পাচার কাণ্ডে গ্রেফতারির পালা এখনও শেষ হয়নি, চাঞ্চল্যকর দাবি ইডির

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রণব সবকিছু নিয়েই পরীক্ষা করতে পছন্দ করে। প্রণব এর আগেও অবাক করা বেশ কিছু কাজ করেছে। নিজেদের কুঁড়েঘর আলোকিত করার জন্য প্রণব একটি মোটরবাইকের ব্যাটারির সঙ্গে সোলার প্যানেল যুক্ত করেছে । উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল জীবন মিশন চালু করেছে। কিন্তু, মহারাষ্ট্রের পালঘরে এখনও মানুষের বাড়িতে জল পৌঁছয়নি তা সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link