Imran Khan: ইমরানের দল নিষিদ্ধ হবে পাকিস্তানে? জবাব দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক ই ইনসাফকে কি নিষিদ্ধ ঘোষণা করা হবে? এনিয়ে জবাব দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। তিনি বুধবার জানিয়েছিলেন, পিটিআইকে ব্যান করার বিষয়টি এখনও বিবেচনাধীন। সংবাদমাধ্যমকে তিনি এমনটাই জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পিটিআই দেশের ভিত্তির উপর আক্রমণ করেছে। এটা আগে কোনওদিন হয়নি। এটা সহ্য করা যায় না।

গত ৯ মে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। এরপর গোটা পাকিস্তান জুড়ে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। একের পর এক জায়গায় অগ্নিসংযোগ শুরু হয়ে গিয়েছিল। তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন ইমরান অনুগামীরা। তাদের সেই ক্ষোভ সামাল দিতে হিমসিম খায় পাক সেনা। তবে এবার পাক প্রতিরক্ষামন্ত্রী কার্যত ইঙ্গিত দিলেন ইমরানের দলকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।

এদিকে এর আগে এক পাক মন্ত্রী দাবি করেছিলেন ইমরানের বাড়িতে জঙ্গিরা আশ্রয় নিয়েছে। অন্তত ৩০-৪০জন জঙ্গি লাহোরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর। এদিকে পাকিস্তানের অন্তর্বর্তী পঞ্জাব সরকার তেহরিক ই ইনসাফের নেতা ইমরান খানকে এজন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। পুলিশের হাতে যাতে এই জঙ্গিদের তুলে দেওয়া যায় সেকারণে এই ডেডলাইন। লাহোরের জামান পার্কের বাড়িতে ওই জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে দাবি করা হয়েছিল।

ভারপ্রাপ্ত মন্ত্রী আমির মীর জানিয়েছিলেন, ওই জঙ্গিদের পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। যে ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে তা অত্যন্ত উদ্বেগের। মন্ত্রীর দাবি বিশ্বাসযোগ্য় গোয়েন্দাসূত্র ওই জঙ্গিদের আশ্রয় নেওয়ার বিষয়টি জানিয়েছে।

গোয়েন্দা এজেন্সির নিশ্চিত করেছিল ৩০-৪০জন জঙ্গি ইমরানের বাড়িতে ঘাঁটি গেড়েছে। দাবি পাক মন্ত্রীর।

মন্ত্রীর দাবি ছিল, ইমরান পরিকল্পনা নিয়েছিলেন গ্রেফতারের আগে হামলা চালানো হবে। তাঁর দাবি সেনার উপর হামলা চালানোর ঘটনা একেবারে পরিকল্পিত।

Read also  New National Museum: থাকবে ৫ হাজার বছরের ইতিহাস ঘিরে সম্ভার! নতুন ন্যাশনাল মিউজিয়ামের প্ল্যান প্রকাশ মোদীর

 

Source link