IIFA AWARDS 2023: It Is Back To Yas Island, Abu Dhabi, As The Annual Extravaganza Kicks Off The The Biggest Two Days Of Bollywood S Entertainment
মুম্বই: আলো রোশনাইয়ে ভরে উঠল আইফা অ্যাওয়ার্ডস ২০২৩। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (International Indian Film Academy Awards) ২০২২ সালের অভূতপূর্ব সাফল্যের পর, ২০২৩ সালে শোভা আইফা উইকএন্ড এবং নেক্সা আইফা অ্যাওয়ার্ডস ২৬ ও ২৭ মে দুই দিন ব্যাপী অনুষ্ঠানে নজর কেড়েছেন বলিউড সেলেবরা। ২৬ মে এই বিশেষ অনুষ্ঠানে সঞ্চালনা করলেন ফারহা খান এবং রাজকুমার রাও।
প্রসঙ্গত, গতবছরও আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছিল। ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (IIFA Awards)-এর সঞ্চালনা করেছিলেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। ‘বজরঙ্গী ভাইজান’ (Bajrangi Bhaijaan) অভিনেতা নিজের উৎসাহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি সবসময় “আইফা অ্যাওয়ার্ডস (IIFA Awards)”-এর অংশ হতে পেরে আনন্দ পাই এবং অবশ্যই বাইরে দুর্দান্ত স্থানে যেতে পারি। তবে এই বছর আমার ব্যক্তিগত পছন্দের একটা জায়গায় যেতে পেরে প্রচণ্ড আনন্দিত আমি।’ গত বছর প্রথমবার সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হয়েছিল ২২তম ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (International Indian Film Academy Awards)।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
বিস্তারিত আসছে…