এই যে বিভিন্ন ট্রেনের নাম -শতাব্দী, দুরন্ত, এগুলি কীভাবে দেওয়া হয় জানেন? সেটাই জানবেন এই গ্যালারিতে।
1/5ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। রেলের পক্ষ থেকে অনেক সুবিধাও দেওয়া হয় যাত্রীদের। রেল বেশ কিছু কঠোর নিয়ম মেনে এই বিপুল কর্মকাণ্ড পরিচালনা করে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)2/5কিন্তু এই যে বিভিন্ন ট্রেনের নাম -শতাব্দী, দুরন্ত, এগুলি কীভাবে দেওয়া হয় জানেন? সেটাই জানবেন এই গ্যালারিতে। ফাইল ছবি: মিন্ট প্রিন্ট (Reuters)3/5রাজধানী এক্সপ্রেসের নাম থেকেই বোঝা যায়, এই ট্রেন দিল্লি এবং অন্যান্য রাজ্যের রাজধানীগুলির মধ্যে চলাচল করে। সেই কারণেই এর নামকরণ করা হয়েছে রাজধানী এক্সপ্রেস। এটি দেশ তথা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে অন্যতম। ভারতীয় রেলের অন্যতম স্তম্ভ রাজধানী এক্সপ্রেস। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Reuters)
4/5শতাব্দী এক্সপ্রেস: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১০০ তম জন্মদিনে এই ট্রেন চলাচল শুরু হয়েছিল। সেই কারণে এই নাম। এটি একটি চেয়ার কার ট্রেন। শুধুমাত্র ৪০০ থেকে ৮০০ কিলোমিটারের মধ্যে চালানো হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Reuters)5/5দুরন্ত এক্সপ্রেস: বাংলা ভাষায় দুরন্ত শব্দের অর্থ নিরবচ্ছিন্ন। এর থেকেই বোঝ যায় যে, ট্রেনটি খুব কম থেমে দ্রুত গতিতে ছুটে চলে। সেই কারণেই ট্রেনটির নামকরণ করা হয়েছে দুরন্ত এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এটি চালু হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) (Reuters)