Hitler: নির্বিচারে মানুষ মারা শাসক, সেই হিটলার আসলে কী হতে চেয়েছিলেন জানেন? বিশ্বাসই হবে না
তাঁর ছবিগুলো দেখে অবশ্য পরীক্ষকরা বলেছিলেন, অঙ্কনশিল্পের জন্য হিটলার উপযুক্ত নন। সে সময় সহানুভূতিশীল একজন পরীক্ষক তাকে জানান, চিত্রকলার চেয়ে আর্কিটেকচারে তার প্রতিভা দেখানোর সুযোগ সবচেয়ে বেশি রয়েছে। এজন্য তিনি হিটলারকে সেখানকার একাডেমি অফ আর্কিটেকচারে আবেদন করার পরামর্শ দেন।